বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩০, ৮ অক্টোবর ২০২৫

নওগাঁয় কুয়াশার চাদরে মোড়া শরতের সকাল, শীতের আগমনী বার্তা

নওগাঁয় কুয়াশার চাদরে মোড়া শরতের সকাল, শীতের আগমনী বার্তা
ছবি: সংগৃহীত

দীর্ঘ গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর নওগাঁবাসী যেন পেলো এক ভিন্ন রূপের সকাল। ভোরের আলো ফোটার আগেই শহর থেকে গ্রাম—সবখানে নেমে এসেছে কুয়াশার চাদর। শিশিরে ভেজা ধানক্ষেত, ঘাসের ডগায় ঝুলে থাকা জলবিন্দু, আর হালকা ঠান্ডা হাওয়ায় যেন শরৎ জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

মঙ্গলবার ভোরে সরেজমিনে দেখা গেছে, নওগাঁ শহর ও আশপাশের এলাকাগুলো কুয়াশায় ঢেকে গেছে। রাস্তায় যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে, আর সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরের বাইপাস, বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ছিল ধোঁয়াটে আবহাওয়া। গ্রামীণ এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল আরও বেশি। রাণীনগর, পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় সকাল ৯টার পরও সূর্যের দেখা মেলেনি।

রাণীনগরের বেলঘড়ীয়া বাজারের ব্যবসায়ী মো. দুলাল বলেন, “কয়েকদিন আগেও গরমে কষ্ট হচ্ছিল। আজ ভোরে পুরো মাঠ কুয়াশায় ঢেকে গেছে—মনে হচ্ছে শীত এসেই গেল।”

অটোরিকশাচালক আব্দুস ছাত্তার জানান, সকালে ঘন কুয়াশায় রাস্তায় দেখা মেলেনি ঠিকঠাক, তবে ঠান্ডা হাওয়া মনটা ভালো করে দিয়েছে।

কৃষক আবদুল হান্নান বলেন, “ভোরের ঠান্ডা হাওয়া আর কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন খুব কাছে।”

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নিচে নামছে। মঙ্গলবার সকালে নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, “এটা মৌসুম পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ, কুয়াশা মানেই শীতের আগমনী বার্তা।”

সর্বশেষ

জনপ্রিয়