শুক্রবার , ০৮ আগস্ট ২০২৫
Friday , 08 August 2025
১৩ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ২০ জুলাই ২০২৫

আমার জীবনে ভুল বলে কিছু নেই: জয়া আহসান

আমার জীবনে ভুল বলে কিছু নেই: জয়া আহসান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি পডকাস্টে মুখ খুলেছেন। সেখানে তিনি জানান, তার জীবনে ভুল বলে কিছু নেই। বরং প্রতিটি অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, তৈরি করেছে আরও পরিপূর্ণভাবে।

তিনি বলেন, “আমার জীবনে যেসব ভুল বা আপতদৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে; ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই।”

একজন অভিনেত্রী হিসেবে নানা রকম চরিত্রে অভিনয়ের জন্য তাকে গভীর মানসিক প্রস্তুতি নিতে হয়। ফলে কখনো কখনো মানসিক চাপও তৈরি হয়। এই চাপ সামলাতে জয়া আশ্রয় নিয়েছেন তার চারটি পোষ্য প্রাণীর। তিনি বলেন, “আমার চারটি পোষ্য আছে, ওরা আমার কাছে চারটি বাচ্চা। ওদের আমি মা। আমার মাতৃত্ব ওদের সাথে, আর মাটির সাথে।”

জয়া জানান, এই পোষ্যগুলো তার জীবনের সব নেতিবাচক অনুভূতি শুষে নেয়। পোষ্য চারটির নামও জয়া আলাদা করে দিয়েছেন। সবচেয়ে বড়টির নাম ক্লিওপেট্রা, এরপর আছে রিও, নিমকি ও জিমি। এই চার পোষ্যের সঙ্গেই কাটে তার অনেকটা সময়।

মানসিক স্বাস্থ্যের বিষয়ে জয়া বলেন, “একজন অভিনেত্রী হিসেবে প্রতিদিন আমাকে নতুন মানুষ হয়ে উঠতে হয়। এটা সহজ নয়। তবে আমার পোষ্যগুলো আমাকে ভেঙে পড়তে দেয় না।”

জয়ার কথায় উঠে আসে আত্মপ্রত্যয়ের স্পষ্টতা ও জীবনের প্রতি গভীর মমত্ববোধ। পোষ্যদের প্রতি তার ভালোবাসা ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে।
 

সর্বশেষ

জনপ্রিয়