শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১ আগস্ট ২০২৫

বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে ভারত: লোকসভায় জানালেন এস. জয়শঙ্কর

বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে ভারত: লোকসভায় জানালেন এস. জয়শঙ্কর

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেছেন, এটি ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে এক বিজেপি সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন- সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের কিছু রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়।

এ সময় ওই এমপি দাবি করেন, গোষ্ঠীটির সঙ্গে তুরস্কভিত্তিক টার্কিশ ইউথ ফেডারেশন নামের একটি এনজিওর সম্পৃক্ততা রয়েছে।

জবাবে জয়শঙ্কর বলেন, আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে- ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যা ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার জানিয়েছে- প্রদর্শনীর আয়োজকদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা নেই। ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠন বাংলাদেশে অস্তিত্বশীল নয় বলেও তারা নিশ্চিত করেছে।

তথ্যসূত্র হিসেবে জয়শঙ্কর উল্লেখ করেন বাংলাদেশের সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্টকে।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন- আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছি। অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের গতিবিধি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

সর্বশেষ

জনপ্রিয়