বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৬, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৪৭, ৭ আগস্ট ২০২৫

সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো, রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ

সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো, রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এর আগে, বুধবার রাতে ডিবির একটি দল তাকে হেফাজতে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

উল্লেখ্য, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে ডিবি।

এর আগে ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্তে পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করছে সেনাবাহিনী।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে সুমাইয়া জাফরিনের ভূমিকা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ

জনপ্রিয়