কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মাহা শিকদার একটি ফুটফুটে কন্যার জন্ম দেন।
খুশির এ সংবাদ ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শ্যামল মাওলা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সদ্যজাত কন্যাকে কোলে নেওয়া একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “এই গ্রহে একজন নতুন তারকার আগমন ঘটেছে।”
তিনি আরও জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। নবজাতকের নাম রেখেছেন সানাভ মাওলা।
শ্যামল মাওলা ও মাহা শিকদার ২০২০ সালের ১০ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাহা শিকদার নিজেও শোবিজ জগতের পরিচিত মুখ—তিনি একজন অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।