রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৯, ১৪ জুলাই ২০২৫

রূপপুর প্রকল্পের রেফারেন্স হিসেবে, রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে এআই সাপোর্ট সিস্টেমের নবজাগরণ

রূপপুর প্রকল্পের রেফারেন্স হিসেবে, রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে এআই সাপোর্ট সিস্টেমের নবজাগরণ

রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয় নম্বর ইউনিটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআই-ভিত্তিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের রেফারেন্স প্ল্যান্ট হিসেবে বিবেচিত, ফলে নতুন এই প্রযুক্তি রূপপুরের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বহন করছে।

ওআইএসএস এমন একটি বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম, যা পাওয়ার ইউনিটের নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যেকোনো প্যারামিটার পরিবর্তন তাৎক্ষণিকভাবে শনাক্ত করে অপারেটরকে সতর্ক করে। সম্ভাব্য কোন বিচ্যুতি বা ঘটনার আগাম সংকেত দিয়ে দেয় ৩০ মিনিট আগেই, যাতে দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বর্তমান প্রযুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রে অপারেটরের ভুল সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ায় বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। যেমন, জরুরি প্রয়োজনে যদি একটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট বন্ধ করতে হয়, তাতে প্রতিদিন গড়ে কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। এই ইউনিট প্রতিদিন ২৪ দশমিক ৩ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন করে, যা মাসব্যাপী প্রায় ১ লাখ ফ্ল্যাটে চারজনের একটি পরিবার চালাতে সক্ষম।

প্রযুক্তিগতভাবে ওআইএসএস সিস্টেমটি বিদ্যুৎকেন্দ্রের ৩৬০টি প্রসেস সিস্টেম, ২০০টি ইন্টারঅ্যাকটিভ ফাংশন এবং ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ ফিচার পর্যবেক্ষণ করে। এর ফলে অপারেটরের ওপর থাকা তথ্য বিশ্লেষণের চাপ অনেকটাই হ্রাস পায়।

নভোভারোনেঝ এনপিপি’র প্রকল্প সুপারভাইজার ম্যাক্সিম টাচকভ বলেন, ওআইএসএস একটি বিমূর্ত বা থিওরিটিকাল মডেল নয়, বরং এটি একটি ডিজিটাল টুইন, যা পাওয়ার ইউনিটের বাস্তব প্যারামিটার অনুসরণ করে রিয়েলটাইমে কাজ করে। যেখানে আগে একজন অপারেটরকে ১২ হাজার সেন্সরের ডেটা বিশ্লেষণ করতে হতো, এখন এই সিস্টেম তা নিয়মিত ডকুমেন্টেশনের মাধ্যমে স্পষ্ট নির্দেশনায় রূপান্তর করে দেয়।

প্রসঙ্গত, নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২০১৪ সাল থেকে ওআইএসএস বাস্তবায়নের পরীক্ষামূলক কাজ চলছিল। এর মাধ্যমে সংগৃহীত বিশাল ডেটা ব্যবহার করে রাশিয়া ভবিষ্যতে অন্যান্য আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এআইভিত্তিক এই প্রযুক্তি চালুর পরিকল্পনা করছে।

সর্বশেষ

জনপ্রিয়