বাজেট ফোনেও ‘বুদ্ধি’ ঢুকেছে, কী আছে অনার এক্স৬সি–তে?

বাজারের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সেগমেন্টে বড় চমক দিতে এলো অনার এক্স৬সি। ১৫ জুলাই রাজধানীর স্মার্ট টাওয়ারে জমকালো আয়োজনে ‘অনার বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এই এআই নির্ভর ডিভাইস।
ডিভাইসটিতে রয়েছে 'স্পেশাল এআই বাটন', যা শর্ট প্রেসে খুলে দেবে কুইক মেন্যু আর লং প্রেসে চালু করবে গুগল লেন্স-বস্তু শনাক্ত, অনুবাদ বা তথ্য অনুসন্ধান হবে মুহূর্তেই। পাশাপাশি, ‘এআই ইরেজার’ ফিচার কয়েক ট্যাপে মুছে দেবে অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা পথচারী-স্মৃতিগুলো হবে নিখুঁত।
এআই ট্রান্সলেশনের মাধ্যমে সহজেই ঘোচানো যাবে ভাষাগত ব্যবধান। ভ্রমণ বা আন্তর্জাতিক কাজে দারুণ সহায়ক হবে এই ফিচার।
৬ দশমিক ৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিতে সক্ষম। আর ৫ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারকারীর এক দিনের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত-চার্জের চিন্তা ছাড়াই।
আইপি৬৪ রেটিং ফোনটিকে জল ও ধুলোর ক্ষতি থেকে রক্ষা করবে, আর ১ দশমিক ৫ মিটার উচ্চতা থেকেও পড়লে ফোনটি অক্ষত থাকবে—অনার এমনটাই দাবি করছে।
লাং গুও বলেন, সাশ্রয়ী দামে উন্নত এআই ফিচার দিতে পেরে আমরা গর্বিত। আর হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন জানান, এটি অনারের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোনগুলোর একটি, যা স্মার্ট লাইফস্টাইলকে বাস্তবায়ন করবে।
তিনটি রঙে এসেছে অনার এক্স৬সি: মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। মূল্য মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে বিশেষ উপহারও।