শুল্কের চাপে বাণিজ্যে ধস, দিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কয়েক সপ্তাহ পর বাণিজ্য বিষয়ক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ভারত। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক এই বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় পণ্যের ওপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এই শুল্ক বৃদ্ধির কারণে গত আগস্টে ভারতের মোট রপ্তানি ৯ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
ভারতের প্রধান বাণিজ্য আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে বাণিজ্য আলোচনা এগিয়ে নেবে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।
যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য বিষয়ক এক পরিসংখ্যান প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই বৈঠকের তথ্য জানিয়েছেন তিনি। আগরওয়াল বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিষয়ক প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ মঙ্গলবার একদিনের সফরে নয়াদিল্লি পৌঁছাবেন।
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর আগস্টে ভারতের রপ্তানি কমে দাঁড়ায় ৩৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে; যা জুলাই মাসে ছিল ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এ সময় ভারতের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়ায় ২৬ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে। জুলাইয়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
রাশিয়ার কাছ থেতে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় গত ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের যেকোনও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ভারতীয় পণ্যে এই শুল্ক অন্যতম সর্বোচ্চ।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে দাঁড়ায় ৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে; যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ০১ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট সময়কালে যুক্তরাষ্ট্রে ভারতের মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪০ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
জরিমানা হিসেবে আরোপিত শুল্ক গত ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ায় আগামী মাসে ভারতের রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্কের পূর্ণ প্রভাব পড়বে।