আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল ধরতে র্যাবের অভিযান

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্যদের ধরতে দালালবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।
র্যাব কর্মকর্তা বলেন, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় দালাল চক্র- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে অভিযান শুরু হয়। র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্বে দিচ্ছেন। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের সর্বত্রই দালালদের দৌরাত্ম্য। দালালের মাধ্যমে চুক্তিতে কাজ করলে পাসপোর্ট সহজেই পেয়ে যাবেন, নির্ধারিত সময়ের আগেও পেয়ে যেতে পারেন- এমন নানা কথায় অর্থ হাতিয়ে আসছে এই চক্র।