বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

প্রকাশিত: ১২:৫২, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৫২, ৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামের অক্সিজেনে ভারী বৃষ্টিতে ধস, চার লেন সড়কের দুই লেন দেবে গেছে

চট্টগ্রামের অক্সিজেনে ভারী বৃষ্টিতে ধস, চার লেন সড়কের দুই লেন দেবে গেছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইট সড়কের একটি বড় অংশ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধসে পড়েছে। স্টারশিপ ব্রিজের কাছে অক্সিজেনমুখী দুই লেনের অংশে এ ধসের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজের কাছাকাছি সড়কের একটি বড় অংশ দেবে গিয়ে নিচে তলিয়ে গেছে। আশপাশের এলাকাতেও ফাটল দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

ফলে চার লেনের এই সড়কের দুই লেন বন্ধ হয়ে গেছে। বর্তমানে একমুখী রাস্তায় উভয়মুখী যান চলাচল করতে বাধ্য হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

৮ নম্বর রুটের বাসচালক সাইফুল ইসলাম বলেন, “সকালে গাড়ি নিয়ে আসতেই দেখি স্টারশিপ ব্রিজের পাশে রাস্তা দেবে গেছে। তখনই বুঝে যাই আজ বড় যানজট হবে। এখন একপাশ দিয়ে দুই দিকের গাড়ি যেতে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন, কারণ এটি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক হিসেবে পরিচিত।

সর্বশেষ

জনপ্রিয়