বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩০, ৭ আগস্ট ২০২৫

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপচালক ও মোটরসাইকেলের দুই আরোহীসহ ঘটনাস্থলে তিন জন নিহত হন।”

নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. জিনাত আলীর ছেলে মো. আল আমীন (৩০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)। এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের মো. সানী (১৮) আহত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়