মঙ্গলবার , ০৯ সেপ্টেম্বর ২০২৫
Tuesday , 09 September 2025
১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি করলে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি করলে স্থায়ী নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে আজীবনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (৮ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসা প্রক্রিয়ায় প্রতারণার পরিণতি অত্যন্ত গুরুতর। জাল কাগজপত্র, ভুয়া নথি বা মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা স্থায়ীভাবে বাতিল করা হবে।

পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় এই ধরনের প্রতারণা করলে ব্যক্তি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার হারাবেন।

দূতাবাস জানায়, এমন সিদ্ধান্ত শুধু একবারের শাস্তি নয়। এটি জীবনের সব পর্যায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অভিবাসনের সব পথ বন্ধ করে দিতে পারে।

এছাড়া মার্কিন সরকার ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করা হয়। দূতাবাস বলেছে, এই ধরনের প্রতারণায় জড়িত শুধু আবেদনকারী নয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মকাণ্ডে সহায়তা করে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো বা সেখানে আশ্রয় দিতে সহায়তাকারীদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।

দূতাবাস বারবার সতর্ক করে বলেছে, ভিসা পাওয়ার চেষ্টা করার সময় স্বচ্ছতা ও সততার কোনো বিকল্প নেই। নিয়ম ভেঙে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না, বরং এই ধরনের প্রচেষ্টা জীবনভর ক্ষতির কারণ হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়