ডাকসু নির্বাচন: কোন প্যানেলে কারা লড়ছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে রয়েছেন ৪৫ জন এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন প্রার্থী। ক্যাম্পাসজুড়ে ভোটারদের নজর এখন মূলত আলোচিত প্যানেল ও তাদের প্রার্থীদের দিকেই।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদে লড়ছেন আবিদুল ইসলাম খান। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দেওয়া এই শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের। একই প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ২০১৮-১৯) এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা)।
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। জিএস পদে রয়েছেন এস এম ফরহাদ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৭-১৮) এবং এজিএস পদে মহিউদ্দিন খান (লোকপ্রশাসন)।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকেও প্রার্থীরা আলোচনায়। এ প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের (সমাজকল্যাণ বিভাগ, ২০১৮-১৯)। জিএস পদে রয়েছেন আবু বাকের মজুমদার (ভূতত্ত্ব বিভাগ, ২০১৯-২০) এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি প্রানরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন আহত জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী। তাকে সম্মান জানাতে ছাত্রদলসহ বেশিরভাগ প্যানেল এ পদে কোনো প্রার্থী দেয়নি।