মঙ্গলবার , ০৯ সেপ্টেম্বর ২০২৫
Tuesday , 09 September 2025
১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

টিএসসি কেন্দ্রে প্রথম ঘণ্টায় কত ভোট পড়ল?

টিএসসি কেন্দ্রে প্রথম ঘণ্টায় কত ভোট পড়ল?
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। রোকেয়া হলের টিএসসি কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ৭৬০ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

সকাল ৮টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। ১৯টি বুথে গড়ে প্রতিটিতে অন্তত ৪০ জন ভোট দিয়েছেন প্রথম ঘণ্টায়। কেন্দ্র প্রধান জানান, কোনো বুথে ৩৬টি আবার কোনো বুথে ৪৫টি ভোটও পড়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।

ভোট দিতে এসে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৈশাখী মুখার্জী নামের এক ছাত্রী বলেন, “ডাকসুতে প্রথমবার ভোট দিলাম। জীবনে দ্বিতীয়বার ভোট দেওয়ার অভিজ্ঞতা হলো। মনে হচ্ছে ভোট সত্যিই একটা উৎসব।” ভোট দেওয়ার পর বন্ধুদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন তিনি।

সকাল ৮টার আগেই ভোট দেওয়ার জন্য দুই শতাধিক শিক্ষার্থী সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। সুমাইয়া জাহান নামের এক শিক্ষার্থী বলেন, “সবার আগে ভোট দেব ভেবেছিলাম, কিন্তু এসে দেখি অনেকে আগেই চলে এসেছে।”

এদিন সকালেই প্রার্থীরাও কেন্দ্রে আসেন। সকাল ৮টা ২০ মিনিটে আসেন বাগছাস প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, “উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা আছে।” সকাল সাড়ে ১০টায় কার্জন হলে তিনি নিজের ভোট দেবেন বলে জানান।

৮টা ২২ মিনিটে কেন্দ্রে আসেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ। সংবাদকর্মীদের কোনো মন্তব্য না করলেও ভোটারদের সালাম দিয়ে শুভেচ্ছা জানান তিনি। কিছু সময় অবস্থান করে ৮টা ৩২ মিনিটে কেন্দ্র ত্যাগ করেন।

তবে সকাল ৮টা ৫০ মিনিটে কেন্দ্রের সামনে একজন বহিরাগতকে দেখা যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাকে সরিয়ে দেয়। এ বিষয়ে সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া বলেন, “এটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখরভাবেই চলছে।”

সর্বশেষ

জনপ্রিয়