আ.লীগ কার্যালয়ে জুলাই বিপ্লবের ঘাঁটি গড়ল এনসিপি

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) রাতে অবস্থান নেন জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন এনসিপি ও জাতীয় যুব শক্তির কর্মীরা। আওয়ামী লীগ নিপাত যাক, জুলাই বিপ্লব জিন্দাবাদ, এমন নানা স্লোগান দিতে দিতে তারা গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
পরে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের ভবনে কয়েকজন মিছিলকারী প্রবেশ করেন এবং সেখানে ব্যানার টানিয়ে ভবনটিকে জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র হিসেবে ঘোষণা করেন।
এর আগে, দলটির পক্ষ থেকে ওই ভবনের সামনে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে কার্যালয় চত্বরে মশাল হাতে অবস্থান নিয়ে নেতাকর্মীরা নানা রাজনৈতিক স্লোগান দেন।
এনসিপির একজন মুখপাত্র দাবি করেন, এই ভবন জনগণের সম্পত্তি, এটি এখন থেকে জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ব্যবহৃত হবে।
এদিকে সন্ধ্যার কিছু পর থেকেই আওয়ামী লীগ অফিসের বিপরীত পাশে বিএনপির নেতাকর্মীদেরকেও অবস্থান নিতে দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বাড়তে থাকে এবং শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান।
গণমাধ্যমের সঙ্গে কথা বললে একজন বিএনপি কর্মী বলেন, আমরাও জনগণের আন্দোলনের অংশ। এই সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠনের আন্দোলনে এনসিপি বা অন্য যে কেউ থাকুক, আমরা একত্রিত।
এ পরিস্থিতিতে গুলিস্তান এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আশপাশে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এক কর্মকর্তা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজধানীর কেন্দ্রস্থলে এমন অভাবনীয় রাজনৈতিক দখল ও পাল্টা অবস্থান আগামীর রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।