বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৯ আগস্ট ২০২৫

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত কত টাকার মালিক?

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত কত টাকার মালিক?
ছবি: সংগৃহীত

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারতের চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নাম। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। জীবনের শুরুতে সাধারণ এক বাস কন্ডাক্টরের চাকরি করা মানুষটি আজ কোটি ভক্তের প্রিয় সুপারস্টার। সংগ্রাম আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন তার সাফল্যের গল্প। অভিনয় দিয়ে যেমন যশ-খ্যাতি অর্জন করেছেন, তেমনি জমিয়েছেন অঢেল সম্পদও।

গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘কুলি’। মুক্তির পরপরই ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। মাত্র চারদিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৩৮৫ কোটি রুপি। এই সাফল্যের পর আবারও আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের সম্পদের পরিমাণ।

লাইফস্টাইল এশিয়ার তথ্য অনুসারে, ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের অন্যতম রজনীকান্ত। প্রতিটি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ১৫০ কোটি থেকে ২১০ কোটি রুপি পর্যন্ত। তবে এর ব্যতিক্রমী দিক হলো, তার অভিনীত কোনো সিনেমা বক্স অফিসে ব্যর্থ হলে প্রযোজককে পারিশ্রমিক ফেরত দেন তিনি। বিজ্ঞাপন থেকে আয় তুলনামূলকভাবে কম হলেও তার সম্পদের অঙ্ক দাঁড়িয়েছে ৪৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯৭ কোটি ৭৭ লাখ টাকার সমান।

সিনেমা থেকে রজনীকান্তের গত কয়েক বছরের আয়ও বিস্ময়কর। ২০১৯ সালে তিনি আয় করেছিলেন ৩৫ কোটি রুপি, ২০২০ সালে ৪৫ কোটি, ২০২১ সালে ৩৩ কোটি এবং ২০২২ সালে ৪৭ কোটি রুপি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন ১১০ কোটি রুপি, সঙ্গে প্রযোজকরা তাকে উপহার দেন ১০০ কোটি রুপির একটি বিলাসবহুল গাড়ি। আর সর্বশেষ ‘কুলি’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ২০০ কোটি রুপি।

সম্পদের দিক থেকেও রজনীকান্ত বেশ সমৃদ্ধ। ২০০২ সালে তিনি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে নির্মাণ করেন একটি বিলাসবহুল বাড়ি, যার আনুমানিক মূল্য ৩৫ কোটি রুপি। এছাড়া তার মালিকানায় রয়েছে একটি আধুনিক কনভেনশন হল, যেখানে একসঙ্গে এক হাজার অতিথি বসতে পারেন। এ কনভেনশন হলের মূল্য প্রায় ২০ কোটি রুপি।

বিলাসবহুল গাড়ির প্রতিও রজনীকান্তের আগ্রহ রয়েছে। তার গ্যারেজে রয়েছে রোলস রয়েস গোস্ট, রোলস রয়েস ফ্যান্টম, বিএমডব্লিউ এক্স৫, মার্সিডিজ-বেঞ্জ জি ওয়াগন এবং ল্যাম্বরগিনি উরুসসহ একাধিক দামি গাড়ি। এসব গাড়ির প্রতিটির মূল্য কোটি টাকায়।
 

সর্বশেষ

জনপ্রিয়