গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন, যার মধ্যে যুদ্ধের পর্যায়ক্রমে সমাধানের অংশ হিসেবে প্রায় ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির অর্ধেকের মুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
প্রস্তাবিত চুক্তিটি হামাস এবং মিশরীয় ও কাতারি কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে কায়রোতে অনুষ্ঠিত আলোচনার পরে এবং রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ার পরে আসলো। অবশ্য নেতানিয়াহু গাজা যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার বিরুদ্ধে ডাকা এই বিক্ষোভের সমালোচনা করেছেন। তার দাবি, বিক্ষোভকারীরা আলোচনায় হামাসের অবস্থানকে সান্ত্বনা দিচ্ছে।
মিশরীয় সূত্র অনুসারে, হামাসের সম্মত হওয়া সর্বশেষ গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ৬০ দিনের জন্য সামরিক অভিযান স্থগিত রাখা অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর পথ হিসেবে এটিকে দেখা যেতে পারে। স্থগিতাদেশের সময়কালে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের অর্ধেকের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের বিনিময় করা হবে।
সোমবার ইসরায়েলের কাছে প্রস্তাবটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছিল। তবে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল আর অংশীভূত চুক্তিতে আগ্রহী নয়। তিনি বলেছেন যে হামাস যদি সকল জিম্মিকে একবারে মুক্তি দেয়, নিরস্ত্রীকরণ করে এবং গাজার সামরিকীকরণের অনুমতি দেয় তবেই তারা যুদ্ধ শেষ করতে সম্মত হবে।