ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হয়েছে-এমন ধারণাকে নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি-এ ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলেনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে আসা মেডিকেল টিম প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ঘটনার পর যেসব দেশ সহায়তা দিতে চেয়েছে, তার মধ্যে ভারতও আছে। বার্ন ইউনিটের প্রয়োজনীয়তা যাচাই করে ভারতীয় প্রতিনিধিদের জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে দুইজন চিকিৎসক ও একজন নার্স এসেছেন।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গুড ওয়ার্কিং রিলেশনস। আমরা আমাদের স্বার্থ দেখেছি। কোনো দেশের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা করিনি।
এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।