বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নানা উত্থান-পতনের সাক্ষী বিএনপি আজ পা রাখল ৪৭ বছরে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটির জন্ম দিয়েছিলেন, সেই দল চারবার রাষ্ট্রক্ষমতায় থেকেছে, আবার দমন-পীড়ন, মামলা-হামলা ও দীর্ঘ রাজনৈতিক সংকটও মোকাবিলা করেছে। অগণিত চ্যালেঞ্জ পেরিয়ে আজও দলটি নতুন করে রাষ্ট্র গড়ার স্বপ্নে উজ্জীবিত।
১৯৭৫ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর তিন বছরের মাথায় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দল বিলুপ্ত করে রমনা রেস্তোরাঁয় নতুন রাজনৈতিক কাঠামোর ঘোষণা দেন তিনি। উনিশ দফা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করা দলটি এক বছরের ব্যবধানেই সংসদ নির্বাচনে জয়ী হয়। গণতন্ত্র ও উন্নয়নে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে বিএনপি দ্রুতই জনসমর্থন অর্জন করে।
১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হলে দলের নেতৃত্ব নেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে। তবে ২০০৭ সালের জরুরি অবস্থা পরবর্তী রাজনৈতিক সংকট এবং আওয়ামী লীগের টানা দমননীতিতে দলটি কোণঠাসা হয়ে পড়ে। এ সময় মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন খালেদা জিয়া। নির্বাহী আদেশে মুক্তি পেলেও অসুস্থতা ও আইনি জটিলতায় তিনি কার্যত রাজনীতি থেকে দূরে রয়েছেন।
তবু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে নেতা-কর্মীরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা—আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাতদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।