শুক্রবার , ০৮ আগস্ট ২০২৫
Friday , 08 August 2025
১৩ সফর ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২৬ জুলাই ২০২৫

মেসি-আলবার নিষেধাজ্ঞা, ইন্টার মায়ামির ক্ষোভ

মেসি-আলবার নিষেধাজ্ঞা, ইন্টার মায়ামির ক্ষোভ
ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার ম্যাচে নাম প্রত্যাহার করায় এমএলএসের নিয়ম অনুযায়ী তাদের আসন্ন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টার মায়ামির মালিক জর্জ মাস। 

গত বৃহস্পতিবার এমএলএস ও লিগা এমএক্সের অলস্টার ম্যাচ অনুষ্ঠিত হয়। এমএলএসের নীতিমালায় বলা আছে, ইনজুরি ছাড়া প্রাথমিকভাবে তালিকাভুক্ত কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। এই নিয়মে মেসি ও আলবা আগামীকাল ফ্লোরিডায় এফসি সিনসিনাটির বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারবেন না। 

জর্জ মাস বলেন, “মেসি ও আলবা এই সিদ্ধান্ত বুঝতে পারছেন না। এটা অত্যন্ত কঠোর। মেসি খুবই মর্মাহত, ক্লাবের সবাই একই অনুভূতিতে আছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।” ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচ খেলা মেসি-আলবার বিশ্রামের প্রয়োজনীয়তা বিবেচনায় ক্লাব তাদের অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়। মাস বলেন, “তারা ক্লাবের নির্দেশ মেনেছে। আমরা তাদের পাশে আছি। তবে প্রদর্শনী ম্যাচের জন্য লিগে নিষিদ্ধ হওয়া মেনে নেওয়া কঠিন।” 

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “মেসির এই লিগের প্রতি ভালোবাসা অসাধারণ। তিনি ইন্টার মায়ামির জন্য অসামান্য অবদান রেখেছেন। তবে দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” জর্জ মাস অলস্টার ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যে ছয়টি এমএলএস ম্যাচের সময়সূচির সমালোচনা করে বলেন, “এটা খেলোয়াড়দের জন্য ন্যায্য নয়।” 

নিষেধাজ্ঞার আগে মেসি-আলবা দলের সঙ্গে অনুশীলন করলেও এই সিদ্ধান্ত ক্লাবের জন্য অপ্রত্যাশিত ধাক্কা। এই নিয়ম নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। 

সর্বশেষ

জনপ্রিয়