সোমবার , ০৪ আগস্ট ২০২৫
Monday , 04 August 2025
০৮ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:৪০, ৩ আগস্ট ২০২৫

শ্বাসরুদ্ধকর লড়াই; টাইব্রেকারে জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

শ্বাসরুদ্ধকর লড়াই; টাইব্রেকারে জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

নাটকীয় এক ফাইনাল, আট গোলের উত্তেজনা পূর্ণ লড়াই, অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস উত্তাপ আর শেষ পর্যন্ত টাইব্রেকারে নিখুঁত নিপুণতা- সব মিলে নারী কোপা আমেরিকার দশম আসরের শিরোপা জিতে আবারও চ্যাম্পিয়নের মুকুট পরল ব্রাজিল। কলম্বিয়াকে - ব্যবধানে হারিয়ে নবমবারের মতো ট্রফি নিজেদের করে নিল সেলেসাও মেয়েরা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্য এটি যেন এক অনন্য বিদায়ী উপহার। ফেরার পর প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে অংশ নিয়ে দলকে এনে দিলেন শিরোপা।

ম্যাচের শুরু থেকেই জমে ওঠে লড়াই। প্রথমবারের মতো কোপার ফাইনালে উঠে ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কলম্বিয়া। একপর্যায়ে - গোলে এগিয়েও যায় তারা। কিন্তু সময়ের ঘাটতি যখন ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তখনই আলো ছড়িয়ে দেন মার্তা। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

অতিরিক্ত সময়েও দেখা যায় মার্তার জাদু। আরও একবার জালে বল জড়ান তিনি, এগিয়ে দেন ব্রাজিলকে - ব্যবধানে। তবে ম্যাচ তখনো শেষ নয়। লেসি সান্তোস গোল করে আবার সমতায় ফেরান কলম্বিয়াকে- -৪।

শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে একের পর এক নির্ভুল শটে এগিয়ে যায় ব্রাজিল। নির্ভার পেনাল্টি নিয়ে - ব্যবধানে নিশ্চিত করে জয়, এবং সেলেসাও মেয়েরা আবারও প্রমাণ করে, দক্ষিণ আমেরিকার নারীদের ফুটবলে তাদেরই রাজত্ব অব্যাহত।

সর্বশেষ

জনপ্রিয়