রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৮ সফর ১৪৪৭

খেলা ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ৩০ জুলাই ২০২৫

তামিম ইকবালকে ‘বিনোদনের জন্য’ খেলায় নামার পরামর্শ ট্রেইনারের

তামিম ইকবালকে ‘বিনোদনের জন্য’ খেলায় নামার পরামর্শ ট্রেইনারের

১০ জানুয়ারি ২০২৫। রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে অবসরের পরেও ঘরোয়া ক্রিকেটে তাঁকে দেখা গেছে; বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে।

কিন্তু গত ২৪ মার্চ পরিস্থিতি বদলে যায়। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলার সময় মাঠেই দুই দফা হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হৃদযন্ত্রে রিং পরানো হয়। চিকিৎসার পর বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও ক্রিকেটে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এরই মাঝে তামিমকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে বিপিএল সামনে রেখে। ভক্তদের একাংশ চায় মাঠে তাঁকে দেখতে, অন্যদিকে সংশ্লিষ্টরা দিচ্ছেন সাবধানতার বার্তা।

জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেন, ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব-মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব- অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বল নাম। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি করেছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ২৪৯ রান। তার চেয়ে বেশি (১৫ হাজার ৬২৩) করেছেন কেবল মুশফিকুর রহিম, যিনি ৮৩টি ম্যাচ বেশি খেলেছেন।

তামিমের ঝুলিতে রয়েছে ২৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়েছেন। মাঠে নানান স্মরণীয় ইনিংস উপহার দেওয়ার পাশাপাশি তার ব্যাটিংয়ে ছিল সাহসিকতার ছাপ।

তবে হৃদযন্ত্রে রিং পরানোর মতো শারীরিক অবস্থার পরও তিনি মাঠে ফিরবেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলছেই। চিকিৎসকদের মতামত, ট্রেইনারদের পরামর্শ এবং নিজের শারীরিক সক্ষমতা বিবেচনা করেই হয়তো সিদ্ধান্ত নেবেন দেশের এই ক্রিকেট কিংবদন্তি।

সর্বশেষ

জনপ্রিয়