৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আসর
এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে, ফাইনাল হবে দুবাইয়ে

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজনের ধরনে দেখা যাচ্ছে স্বচ্ছতার ঘাটতি। প্রথা অনুযায়ী সূচি, ভেন্যু ও সময় একসঙ্গে ঘোষণা করার নিয়ম থাকলেও এসিসি তা মানেনি।
প্রথমে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আয়োজক দেশের নাম ঘোষণা করেন। দীর্ঘ সময় পর আসে এসিসির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি। এরপর আবার এক সপ্তাহ দেরিতে জানানো হলো সময় ও ভেন্যু।
এবারের এশিয়া কাপে গ্রুপ 'বি'তে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশের সব ম্যাচই হবে আবুধাবির মাঠে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে অধিকাংশ ম্যাচ। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। এরপর ১৩ সেপ্টেম্বর লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
এদিকে গ্রুপ 'এ'তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একদিনে দুটি ম্যাচ—আবুধাবিতে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান, এবং রাতে ৮টায় দুবাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল (২৫ ও ২৬ সেপ্টেম্বর) এবং ফাইনাল (২৮ সেপ্টেম্বর)। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে।
সব মিলিয়ে এবারের এশিয়া কাপে দুবাইয়ে হবে ১১টি ম্যাচ, আর আবুধাবিতে হবে ৮টি ম্যাচ।