নারী কোপা আমেরিকা: সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
ছবি: সংগৃহীত
টানা চার জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নারী কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে শেষ ম্যাচে জয় তুলতে ব্যর্থ হলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রেখেছে ব্রাজিল।
ফাইনাল নিশ্চিতের মিশনে সেলেসাওরা সহজ প্রতিপক্ষ পেলেও, কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে আলবিসেলেস্তেদের।
এবারের নারী কোপা আমেরিকায় দাপট দেখাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেরা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলেও, শেষ ম্যাচে হোঁচট খেয়েছে সেলেসাওরা। শনিবার (২৬ জুলাই) ইয়াসমিন-কেরোলিনদের রুখে দিয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। যদিও জয় তুলে নেয়ার সুযোগ ছিল কলম্বিয়ার। কিন্তু ১০ জনের দল পেয়েও ব্যর্থ হয়েছে তারা। ম্যাচের ২২তম মিনিটে লিন্দা সাইসেদোর আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে বেরিয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। বল তার হাতে লাগায় লাল কার্ড দেখে ছাড়তে হয় মাঠ। তবে একজন কম নিয়েও বাকি সময়টা নিজেদের জাল অক্ষত রাখে সেলেসাওরা।
অবশ্য প্রথম তিন ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করায়, এ ম্যাচে কোনো চাপ ছিল না তাদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারানোর পর, বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এরপর প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছিল ৪-১ ব্যবধানে।
অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে আসর শুরুর পর, চিলিকে ২-১, পেরুকে ১-০ আর ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ফাইনাল নিশ্চিতের পথে তারা আর মাত্র একধাপ দূরে। তবে কাজ কঠিন-ই হতে যাচ্ছে তাদের জন্য। আগামী ২৯ জুলাই সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে রুখে দেওয়া কলম্বিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে যারা আলবিসেলেস্তেদের তুলনায় ১৪ ধাপ এগিয়ে। ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
অবশ্য সহজ প্রতিপক্ষ পাচ্ছে ব্রাজিল। ৩০ জুলাই ফাইনাল নিশ্চিতের মিশনে তারা পাচ্ছে ৫৯ ধাপ পিছিয়ে থাকা উরুগুয়েকে। ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
নারীদের কোপা আমেরিকায় শিরোপা দখলের লড়াইয়ে একক আধিপত্য ব্রাজিলের। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে মোট ৮ বার চ্যাম্পিয়ন তারা। নয় আসরের বাকিটি ঘরে তুলেছে আর্জেন্টিনা। সবগুলো আসরেই ফাইনাল খেলেছে সেলেসাও নারীরা।