বুধবার , ০৩ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 03 September 2025
০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৩১ আগস্ট ২০২৫

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন দেশের সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরেই তার বোর্ডে আসা নিয়ে গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করলেন। প্রাথমিকভাবে পরিচালক পদে প্রার্থী হতে চান তামিম, ভবিষ্যতে সভাপতির আসনেও নজর রাখছেন তিনি।

দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “মূল প্রশ্ন হলো আমি নির্বাচনে অংশ নেব কি না। এ নিয়ে অনেক কিছু বলা হলেও, আমি স্পষ্ট করতে চাই— এবারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাইলে ক্ষমতার জায়গায় থাকতে হবে। তবে এখনই বলা ঠিক হবে না যে আমি সভাপতি হবো। সমর্থন পেলে তখন সিদ্ধান্ত নেব।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাব কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধি থেকে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করেন আরও দুই পরিচালক। পরে নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্ধারণ করেন।

তামিম ইতোমধ্যেই দুটি ক্লাবে বিনিয়োগ করেছেন এবং সেখান থেকে কাউন্সিলর হিসেবে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে তার। তিনি মনে করেন, দেশের ক্রিকেটের স্বার্থে যোগ্য প্রার্থী নির্বাচন এখন সময়ের দাবি। তার ভাষায়, “সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু বাস্তবে যা হচ্ছে তা হলো একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো। অথচ আসল প্রশ্ন হওয়া উচিত— কে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন।”

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নিয়ম অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। তার অন্তত ৩০ দিন আগে সভাপতির নির্দেশে প্রক্রিয়া শুরু করবে বোর্ড কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়