মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২০ আগস্ট ২০২৫

বর্ষসেরা পুরস্কার জিতে রেকর্ড গড়লেন সালাহ

বর্ষসেরা পুরস্কার জিতে রেকর্ড গড়লেন সালাহ
ছবি: সংগৃহীত

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ আবারও ইতিহাস গড়লেন। পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ) এর বার্ষিক পুরস্কারে ‘বর্ষসেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বার! পিএফএ'র ইতিহাসে তিনবার এই সম্মান জেতা প্রথম খেলোয়াড় হলেন মিশরীয় উইঙ্গার।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করেছেন। সঙ্গে ১৮টি অ্যাসিস্ট। তাঁর দারুণ পারফরম্যান্সের কারণেই ১০ পয়েন্ট ব্যবধানে শিরোপা জিতেছে লিভারপুল, পিছনে ফেলেছে আর্সেনালকে। ৩৩ বছর বয়সি সালাহ এরই মধ্যে প্রিমিয়ার লিগ ‘প্লেয়ার অব দ্য সিজন’, সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ এবং সর্বোচ্চ অ্যাসিস্টের ‘প্লেমেকার অ্যাওয়ার্ড’- এই তিনটি পুরস্কার একসঙ্গে জিতে নিয়েছেন। এর আগে কেউ কখনো এক মৌসুমে এই তিনটি পুরস্কার জেতেননি।

২০১৮ সালে লিভারপুলে খেলার প্রথম মৌসুমেই সালাহ পিএফএ বর্ষসেরা হন। এরপর আবার ২০২২ সালে। এবার ছয়জনের শর্টলিস্টে পিএফএ সদস্যদের ভোটে আবার জিতে নিলেন এই পুরস্কার। সেই তালিকায় সালাহর ক্লাব সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিউক্যাসলের আলেকজান্ডার ইসাক, ম্যানইউ'র ব্রুনো ফার্নান্দেজ, আর্সেনালের ডেকলান রাইস এবং চেলসির কোল পালমারের নাম ছিল।

গত এপ্রিলেই লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সই করেছেন সালাহ। অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে সৌদি লিগে যাওয়ার সম্ভাবনাও খারিজ হয়ে গেছে তার এই চুক্তির মাধ্যমে। এদিকে, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স পেয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার লিগে ৮ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে করেছেন ৪টি গোল, যার মধ্যে একটি হ্যাটট্রিক সেল্টিকের বিপক্ষে।

নারী ফুটবলে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তে পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান। প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে লিগে ৯টি গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৮টি গোল। বার্সেলোনার বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিল তার। তরুণ নারী খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরার পুরস্কার জিতেছেন কানাডার ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৯টি গোল করে দলের সেরা স্কোরার ছিলেন তিনি।

প্রিমিয়ার লিগ সিজনের সেরা একাদশ

গোলরক্ষক: ম্যাটজ সেলস (নটিংহাম ফরেস্ট)
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক (লিভারপুল), মিলোস কেরকেজ (বোর্নমাউথ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল)
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), রায়ান গ্র্যাভেনবার্চ (লিভারপুল), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসল), ক্রিস উড (নটিংহাম ফরেস্ট)

সর্বশেষ

জনপ্রিয়