বুধবার , ০৩ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 03 September 2025
০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ৩১ আগস্ট ২০২৫

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডাবল লেগ পদ্ধতির শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামের ম্যাচটিতে ৪-৩ গোলে ব্যবধানে জয় পায় টাইগ্রেস মেয়েরা। 

ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে চমকে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ২৪ সেকেন্ডেই এগিয়ে যায় লাল-সবুজরা। বাম পাশ থেকে মামুনি চাকমার ক্রসে হেড করে গোল করেন পূর্ণিমা মারমা। তবে খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের ভুলের সুযোগ নিয়ে বল কেরে নিয়ে গোল করেন ভারতের আনুস্কা কুমারী। এবারের আসরে এটি ছিল তার পঞ্চম গোল।

তবে প্রথমার্ধে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে সুরভী আক্তার প্রীতির ব্যাকহিল পাস থেকে আলপি আক্তার দারুণভাবে গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌরভির দুর্দান্ত গোল ব্যবধান বাড়ায় ৩-১ এ। কিন্তু ভারত হাল ছাড়েনি ৬৫ ও ৮৮ মিনিটে গোল করে সমতা ফেরায় ৩-৩। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমে আসে নাটকীয় মুহূর্ত। লাল-সবুজ শিবির গোল করে নিশ্চিত করে দারুণ এক জয়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় বাংলাদেশ ৪ ভারত ৩। শিরোপার লড়াইয়ে না থাকলেও মর্যাদার এই জয় বাংলাদেশ দলকে দেবে নতুন আত্মবিশ্বাস।

যদিও এই জয়ের পরও টুর্নামেন্টের শীর্ষে ওঠার সুযোগ নেই বাংলাদেশের। আগের ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। পাঁচ ম্যাচে ৪টি জয়, ১টি ড্র এবং ১টি হারে বাংলাদেশের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে ভারত তাদের পাঁচটি ম্যাচেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়