মাইলস্টোন ট্র্যাজিডির দিনে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান, সমালোচনার ঝড়

একদিকে দেশের আকাশে শোকের কালো মেঘ, অন্যদিকে রাজনৈতিক উল্লাস। এমন বিভ্রান্তিকর চিত্র দেখা গেল পাবনার চাটমোহরে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীদের মৃত্যুতে সারাদেশ যখন শোকাচ্ছন্ন, তখন সেই সন্ধ্যায় ছাইকোলা ইউনিয়নে বিএনপির এক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ফেসবুক-টুইটারজুড়ে বইছে সমালোচনার ঝড়।
সোমবার (২১ জুলাই) রাতে দীঘলগ্রাম শাহবাড়ী বাজারে স্থানীয় বিএনপির কর্মীসভা শেষে নাচ-গানের আয়োজন করে আয়োজকরা। বাইরে থেকে আনা হয় নারী শিল্পী, বসে আনন্দোৎসব। রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত চলে অনুষ্ঠান, তীব্র সাউন্ড সিস্টেমে কেঁপে ওঠে পুরো গ্রাম।
এমন সময়ে এমন আয়োজন মেনে নিতে পারছেন না সচেতন মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।
একজন লিখেছেন, “জনগণের কষ্টে যার হৃদয় কাঁপে না, সে নেতা হওয়ার যোগ্য নয়।”
সমালোচনার মুখে পড়া ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তোতা বলেন, “আমরা নেতৃবৃন্দ অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময় সাংস্কৃতিক অংশ বাতিলের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু কিছু উঠতি বয়সী ছেলে কথা না শুনে অনুষ্ঠান চালিয়ে যায়।”
তবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা এটিকে “নৈতিকতা ও মানবিকতার চরম লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছেন। আর সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও লজ্জিত।”