বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১২, ১৮ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ভাঙন, হুমকিতে শতাধিক ঘরবাড়ি

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ভাঙন, হুমকিতে শতাধিক ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে টঙ্গিবাড়ীর দিঘিরপাড় বাজারের ৯টি দোকান ও সদর উপজেলার পূর্ব রাকিরকান্দি গ্রামের অন্তত ৩০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে নদীর তীর থেকে ঘর সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ভাঙনের কারণে শতাধিক পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। রাস্তা, হাটবাজার ও আরও বহু বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দিঘিরপাড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজল মোল্লা অভিযোগ করেন, “আগে ব্যবস্থা নিলে কোটি টাকার সম্পদ রক্ষা করা যেত।”

ভুক্তভোগীদের দাবি, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ক্রমশ গভীর হচ্ছে এবং ভাঙনের গতি বাড়ছে। এদিকে গৃহহারা মানুষদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি তারা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গিবাড়ী ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে।”

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, জিও ব্যাগের পাশাপাশি সিসি ব্লকও ফেলা হবে। তিনি আরও জানান, পদ্মার বাম তীর রক্ষায় ৫২৭ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে, যার ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়