মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৪ জুলাই ২০২৫

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার থেকে ওই রুটের সাজেক পর্যটন কেন্দ্রে আগত পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার ভোর থেকে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে পাহাড় ধসের মাটি সরানোর চেষ্টা চালাচ্ছেন।

 

 

ঘটনাস্থল পরিদর্শন করে সাজেকের ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, বাঘাহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে বৃহস্পতিবার ভোর থেকে সাজেকে যাওয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকরা। 

 

তিনি আরও জানান, সড়ক থেকে মাটি সরাতে বড় এস্কেভেটরের প্রয়োজন।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সাজেক-বাঘাইহাট সড়কে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানকার কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় ওই রুটে সড়ক যোগাযোগ বন্ধ আছে কি না সঠিক জানি না।

সর্বশেষ

জনপ্রিয়