টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থী ব্যবহারের অভিযোগ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার অভিযোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ক্লাস চলাকালীন সময়ে জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষকদের অনুমতি ছাড়াই এনসিপি নেতারা ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের বের করে নেন।
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী বলেন, আমাদের ক্লাস চলছিল, হঠাৎ এনসিপির নেতারা এসে জোর করে নিয়ে যান। শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে বাধ্য হয়ে স্কুল ছুটি দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, তাদের শাস্তি চাই। নইলে কঠোর আন্দোলন হবে।
এই ঘটনায় এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল। তিনি বলেন, আমাদের কোনো নেতা এমন নির্দেশ দেননি। তারপরও আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলে আশ্বস্ত করেছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের শামছুল হক তোরণ থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।