রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০১, ৩ আগস্ট ২০২৫

সকালের শুরুতেই রাস্তায় রাস্তায় যানজট

সকালের শুরুতেই রাস্তায় রাস্তায় যানজট
ছবি: সংগৃহীত

ঢাকার রাজপথে রোববার সকাল থেকে দেখা গেছে প্রচণ্ড যানজট। রাজনৈতিক সমাবেশ, এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবস—এই তিনটি বিষয় একত্রে পড়ায় রাজধানীর যানবাহন ব্যবস্থায় সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ এবং শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ আয়োজন করা হয়। পাশাপাশি, সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী-গোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে এসব এলাকায় জনসমাগম বাড়ে। এরই মাঝে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের চলাচলের চাপও যুক্ত হয়।

সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা—শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, বাংলামোটর, হাইকোর্ট, কাঁটাবন, টিএসসি ও শহীদ মিনার এলাকায় যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির।

শ্যামলীতে গাড়ির জন্য অপেক্ষমাণ প্রাইভেট কোম্পানির চাকরিজীবী শামীম হোসেন বলেন, “গাড়িতে ওঠার জায়গা নেই। আবার উঠলেও যানজটে কবে পৌঁছাবো, বলা যায় না।”

এক সিএনজিচালক জানান, “টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই সময় লেগেছে ৩৫ মিনিট। যেখানে সাধারণত লাগে ১০ মিনিট।”

ডিএমপির গণবিজ্ঞপ্তি ও বিকল্প পথ নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার একটি গণবিজ্ঞপ্তিতে যান চলাচলে নিয়ন্ত্রণ এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে
ডাইভারশন পয়েন্ট:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড বা মিন্টু রোড

কাঁটাবন মোড় থেকে নীলক্ষেত/পলাশী অথবা হাতিরপুল

মৎস্যভবন থেকে হেয়ার রোড/মগবাজার সড়ক

রাজু ভাস্কর্য থেকে দোয়েল চত্বর হয়ে

শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা এড়িয়ে চলার অনুরোধ
 

সর্বশেষ

জনপ্রিয়