আসিফ মাহমুদের সমর্থকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এনসিপি নেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১২ জন এনসিপি সমর্থক আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শুরু হতেই পাশের জেলা পরিষদের মার্কেট এলাকা থেকে হঠাৎ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
এরপর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, তখন হঠাৎ আমাদের উপর ইট-পাটকেল ছোঁড়া হয়। আমাকে মারধর করে মাথায় আঘাত করে রক্তাক্ত করে ফেলা হয়েছে।
নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত। আমরা নিশ্চিত, বিএনপির লোকজন এই হামলার সঙ্গে জড়িত। তারা আমাদের সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলা চালায়।
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালায়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সংখ্যা ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এনসিপি নেতারা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।