মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২৪ জুলাই ২০২৫

বুয়েটের সহায়তা-প্রযুক্তিনির্ভর ভর্তি ব্যবস্থার নতুন যুগে সাত কলেজ

বুয়েটের সহায়তা-প্রযুক্তিনির্ভর ভর্তি ব্যবস্থার নতুন যুগে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রস্তাবিত স্বতন্ত্র প্রতিষ্ঠান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, আজকের সভায় আমরা ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে দুই শিফটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ পরীক্ষার কারিগরি সহযোগিতা দেবে বুয়েট।

ভর্তি পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই অনলাইনে প্রকাশ করা হবে। আগামী ২৬ জুলাই (শনিবার) ভর্তি কমিটির আরেকটি বৈঠকে চূড়ান্ত নীতিমালা নির্ধারিত হবে বলে জানান অধ্যাপক ইলিয়াস।

এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

নতুন কাঠামো অনুযায়ী, সাতটি সরকারি কলেজের ভর্তির সব কার্যক্রম চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সমকক্ষ স্বতন্ত্র ইউনিটের অধীনে।

সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

সর্বশেষ

জনপ্রিয়