সোমবার , ১১ আগস্ট ২০২৫
Monday , 11 August 2025
১৫ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৪, ১০ আগস্ট ২০২৫

শিক্ষার্থী সংকটে ধুঁকছে শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষার্থী সংকটে ধুঁকছে শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১০ সিটি করপোরেশন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে ভুগছে। কোথাও কোথাও শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হাতে গোনা, অথচ শিক্ষকের অভাব নেই। ফলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত অনেক ক্ষেত্রে ১:৩ বা তারও কমে নেমেছে।

নবাবপুরের বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী মাত্র ১৭ জন। প্রথম শ্রেণিতে একজন, দ্বিতীয়তে ৩ জন, তৃতীয়তে ২ জন, চতুর্থতে ৬ জন এবং পঞ্চম শ্রেণিতে ৫ জন পড়ে। অথচ এখানে কর্মরত শিক্ষক-কর্মচারী ৮ জন।

শুধু বঙ্গবাসী নয়, রাজধানীর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলেই একই চিত্র। বরিশাল সিটি করপোরেশনের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আরও কম—কোথাও ১৪, কোথাও ১৬ জন। অনেক বিদ্যালয়ে প্রতি দুই শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ জরিপ বলছে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, গাজীপুর ও রাজশাহী সিটি করপোরেশনের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে। অথচ শিক্ষক পদায়ন অব্যাহত রয়েছে, এমনকি কিছু স্কুলে পদের চেয়ে বেশি শিক্ষকও রয়েছেন।

অভিভাবকদের অভিযোগ—সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার মান নিম্নমানের, ক্লাস ও পরীক্ষা অনিয়মিত। তাই তারা সন্তানকে কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। অনেক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাও তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণে শিক্ষার্থী সংখ্যা বাড়ানো যাবে না। শিক্ষার মানোন্নয়ন ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ মনে করেন, প্রাথমিক শিক্ষায় মান নিশ্চিত না হলে শহুরে বিদ্যালয়গুলো প্রায় শিক্ষার্থীশূন্য হয়ে পড়বে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিক স্তরের ভিত্তি দুর্বল হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষায়ও এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই শিক্ষক নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা আনা এবং শিক্ষার মান উন্নয়ন জরুরি।

সর্বশেষ

জনপ্রিয়