মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৭, ২৪ জুলাই ২০২৫

কোটা থাকলো মুক্তিযোদ্ধা পরিবারে, বাদ পড়লো জুলাই অভ্যুত্থানের পরিবার

কোটা থাকলো মুক্তিযোদ্ধা পরিবারে, বাদ পড়লো জুলাই অভ্যুত্থানের পরিবার

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার আর কোনো ভর্তি পরীক্ষা নয়, কেবলমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই হবে কলেজে ভর্তি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নীতিমালা প্রকাশ করে।

নীতিমালা অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সাল ও আগের দুই বছরের যেকোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে বিদেশি বোর্ডের শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ডের মাধ্যমে মান নির্ধারণ করিয়ে তারপর আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, ভর্তির জন্য কোনো বাছাই পরীক্ষা নেওয়া হবে না। ৯৩ শতাংশ আসন থাকবে সবার জন্য উন্মুক্ত। বাকি আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, আর ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

যেসব আবেদনকারী এই কোটাগুলোর আওতাভুক্ত হবেন, তাদেরকে প্রমাণপত্রসহ আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা সনদের গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তি সময় মূল কপি দেখাতে হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের জন্য কোনো কোটা বরাদ্দ করা হয়নি। বিষয়টি নিয়ে কিছু সামাজিক মাধ্যমে প্রশ্নও উঠেছে।

আসন পূরণ না হলে তা মেধাতালিকার ভিত্তিতে পূরণ করতে হবে। কোনো অবস্থায় আসন ফাঁকা রাখা যাবে না বলেও নীতিমালায় বলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়