সোমবার , ০৮ সেপ্টেম্বর ২০২৫
Monday , 08 September 2025
১৪ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

‘প্রাথমিকে অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার’

‘প্রাথমিকে অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার’
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষাপঞ্জির অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ হলেও প্রকৃত হার এর চেয়ে কম হতে পারে। আগের সরকার এ বিষয়ে প্রকৃত তথ্য গোপন রেখেছিল। স্কুল পর্যায়ে দেখা গেছে অনেক শিক্ষার্থী সঠিকভাবে সাক্ষর নয়। এ কারণে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে সাক্ষর করে তোলা। কিন্তু যথাযথ সাক্ষরতা অর্জন না করেই শিক্ষার্থীরা মাধ্যমিকে চলে যাওয়ায় শিক্ষাজীবনে বড় গ্যাপ তৈরি হচ্ছে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের ১৫০টি উপজেলায় আগামী অক্টোবর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু হবে। পাশাপাশি শিক্ষকের শূন্য পদ পূরণেরও উদ্যোগ চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই শিক্ষার্থীদের মানোন্নয়নে ছুটির দিন কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়