দক্ষতা ছাড়া মালয়েশিয়ায় গিয়ে ভোগান্তিতে বাংলাদেশি শ্রমিকরা

দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যাওয়ার প্রবণতা বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারে বড় সংকট তৈরি করছে। বিশেষ করে মালয়েশিয়ায় লাখো বাংলাদেশি নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কাজের দক্ষতা অর্জন করলেও ততদিনে কেটে যায় মূল্যবান সময়।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। এর মধ্যে হোটেল-রেস্টুরেন্ট খাতেই চাহিদা সবচেয়ে বেশি। নোয়াখালীর আকাশ মোল্লা তাদেরই একজন। আড়াই বছর ধরে তিনি কুয়ালালামপুরের একটি খাবারের দোকানে কাজ করছেন। কলিং ভিসায় সেখানে যেতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তবে বেতন, থাকা-খাওয়া কিংবা সুবিধা নিয়ে তার অভিযোগ নেই। তিনি জানান, কোম্পানির মাধ্যমে যাওয়া কর্মীরা সাধারণত ঝামেলায় পড়েন না; পুলিশি হয়রানিও তাদের এড়ানো যায়।
কিন্তু সবার অভিজ্ঞতা এক নয়। অনেক প্রবাসী নিয়মিত বেতন না পেয়ে সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ, এ ধরনের ভোগান্তির পেছনে মূলত দালাল চক্রই দায়ী। যাচাই-বাছাই ছাড়া প্রশিক্ষণহীন কর্মীদের পাঠানো হচ্ছে বিদেশে। ফলে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী মাসুদ খান বলেন, ‘দেশটিতে কর্মীর চাহিদা থাকলেও দক্ষ জনশক্তির ঘাটতি স্পষ্ট। বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের প্রস্তুতি নিয়ে আসা উচিত।’
অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান মনে করেন, এ সমস্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র। তার ভাষায়, ‘জেনেশুনেই প্রতিবার রাষ্ট্র চোখ বন্ধ রাখে। এর সুযোগ নেয় দালাল চক্র। ফলে আমাদের কর্মীরা বারবার প্রতারণার শিকার হচ্ছেন মালয়েশিয়ায় যাওয়ার নামে।’