এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে, ক্যাম্পাসে বহিরাগতদের হামলা এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ছয় দফা দাবি তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করেছে, আমরা তার নিন্দা জানাই এবং বিচার চাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেলপথ অবরোধের কারণে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার এবং নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে আছে। এতে চরম যাত্রী দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরাও বিষয়টি নজরে রাখতে বাকৃবি এলাকাতেই অবস্থান করছি।