গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা?

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের আলোচিত তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমকাহিনি নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। তবে এবার জল্পনা যেন আরও ঘনীভূত। কারণ, রাশমিকার সাম্প্রতিক ছবিতে দেখা গেছে তার আঙুলে হীরের আংটি। অনুরাগীদের প্রশ্ন— তবে কি গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা?
বছরের পর বছর ধরে এ জুটিকে নিয়ে গুঞ্জন চললেও দুজনের কেউই কখনো প্রকাশ্যে প্রেম স্বীকার করেননি। যদিও একাধিকবার তাদের একই জায়গা থেকে ছবি শেয়ার করতে দেখা গেছে। ভক্তদের ধারণা, তাদের নীরবতাই আসল উত্তর। রাশমিকার মনের কথা প্রকাশ পেয়ে যায় তার হাসিতে আর বিজয়ের উত্তরহীনতায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিনস পরিহিত অবস্থায়। স্নিগ্ধ সাজের মধ্যেও সবার নজর কাড়ে তার আঙুলে থাকা আংটি। ভক্তরা নিশ্চিত, এটি কোনো সাধারণ অলংকার নয়, বরং বিশেষ সম্পর্কের প্রতীক।
এর আগেও বিজয় জানিয়েছিলেন তিনি সম্পর্কে আছেন, তবে নাম প্রকাশ করেননি। তখন থেকেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। এ ছাড়া রাশমিকার শাড়ি পরা কিছু ছবি নিয়েও বিয়ের জল্পনা উঠেছিল। ভক্তদের দাবি, ছবির পেছনের লোকেশন আসলে বিজয়ের বাড়িই।
সব মিলিয়ে ভক্তদের মনে প্রশ্ন— বাগদান গোপনে সারলেও কি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন দক্ষিণী এই জনপ্রিয় তারকা জুটি? যদিও বিজয় ও রাশমিকা এ বিষয়ে মুখ খোলেননি এখনো।