বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ৭ অক্টোবর ২০২৫

কক্সবাজার সৈকতের পানিতে নামলেই শরীর চুলকায় নায়লা নাঈমের!

কক্সবাজার সৈকতের পানিতে নামলেই শরীর চুলকায় নায়লা নাঈমের!

বাংলাদেশের আলোচিত মডেল ও সাবেক ডেন্টিস্ট নায়লা নাঈম আবারও আলোচনায়—তবে এবার কোনো সাহসী ভিডিও বা খোলামেলা ফটোশুট নয়, বরং একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ঘিরেই তিনি উঠে এসেছেন সংবাদের শিরোনামে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের পানিতে নামলে শরীর চুলকানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন নায়লা। আর এতেই নতুন করে আলোচনায় তিনি।

“বিচ গার্ল হলেও, দেশের বীচে নামলে চুলকায়!” নায়লার ভাষায়, “জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিংয়ে কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়।”

তিনি আরও লেখেন, “কিন্তু দেশের বাইরে গেলে যেকোনো বিচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি। বিচ গার্ল এট দ্য বিচ!” এদিকে নায়লা নাঈমের পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বিষয়টিকে সমুদ্রের পানির দূষণ ও জলজ জীবাণুর উপস্থিতি হিসেবে ব্যাখ্যা করছেন। কেউ কেউ আবার বলেছেন, সৈকতের আশেপাশে অপরিষ্কার পরিবেশ এবং পানিতে বর্জ্য মিশে যাওয়াও হতে পারে কারণ।

যদিও নায়লা নিজে কোনো চিকিৎসাবিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দেননি, তবে তার এই ‘চুলকানোর’ অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এনেছে দেশের প্রধান পর্যটন স্পটের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানির মান নিয়ে প্রশ্ন। সাহসী মডেল নায়লা নাঈম প্রথম আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে, সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর। প্রথমে একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে কাজ করে শোবিজে পা রাখেন। এরপর নাটক, আইটেম গান, ফটোশুট সবখানেই নিজের সাহসী উপস্থিতির জন্য তিনি পরিচিতি পান।

তবে বর্তমানে তিনি চিকিৎসা পেশায় (ডেন্টাল সার্জন) মনোযোগী হয়েছেন বলেই জানিয়ে আসছেন বিভিন্ন সময়। নায়লার সাহসী স্টাইল, খোলামেলা পোশাক বা মন্তব্য নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। তবে সেসবকে পাত্তা না দিয়ে নিজের মতো করে চলার চেষ্টা করেন তিনি। এইবারও কক্সবাজার নিয়ে খোলামেলা মন্তব্য করে তিনি হয়তো সৈকতের সৌন্দর্য নয়, বরং সমস্যার জায়গাটাই তুলে ধরতে চেয়েছেন এমনটাই মনে করছেন অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়