নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

টেলিভিশন, ওয়েব সিরিজ ও সিনেমায় আলো ছড়ানো জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার একদম নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ে নিজের অবস্থান দৃঢ় করার পর নিজের ভাবনা ও সৃজনশীলতা নিয়ে প্রযোজনার জগতে পা রাখতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ফারিণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিসহ পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?’—এরপর ভক্তরা মন্তব্যে নানা নাম প্রস্তাব করেন। তাদের প্রতিক্রিয়ায় ফারিণ বলেন, ‘অনেক সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন সবাই, ধন্যবাদ।’
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বহুদিন ধরেই নিজের চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন। বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের মতো করে কিছু করতে পারব।’
জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ফারিণের গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে তার প্রযোজনা প্রতিষ্ঠান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল—যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।
তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই প্রযোজনার কাজ শুরু করলেও, ভবিষ্যতে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয়ে খুব একটা সক্রিয় নন ফারিণ। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।