শুধু বিয়ে করেই যাব, সংসার করব না: নাজমি জান্নাত
চলচ্চিত্রপাড়ার সাম্প্রতিক আলোচিত মুখ মডেল ও ফ্যাশন ডিজাইনার নাজমি জান্নাত। মাস পাঁচেক আগে এক অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ানোর মুহূর্তে তিনি হঠাৎই এসে পড়েন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে।
শুধু মডেল নয়, তিনি একইসঙ্গে একজন দক্ষ উপস্থাপক ও সফল ফ্যাশন ডিজাইনারও। চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছেন—যার মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন নাজমি। জানালেন, তার বিয়ে করার ইচ্ছা আছে, তবে “শুধু বিয়ে করেই যাব, সংসার করব না।”
নাজমির ভাষ্য, “শীতে বিয়ে করার একটা আলাদা আনন্দ আছে। মেকআপ গলে না, গরম লাগে না, সাজসজ্জাও জমজমাট থাকে।” তবে তার বিয়ের সংজ্ঞা যেন একটু ব্যতিক্রমধর্মী। তিনি স্পষ্ট করেই বলেন, “আমি সংসার করতে চাই না। বিয়ে আমার কাছে একটা বন্ধনের মতো, তবে তার মানেই সংসার করা নয়।”
জান্নাতের পছন্দের পাত্র হতে পারেন পাইলট বা মেরিন ইঞ্জিনিয়ার। কারণ? “তাদের মধ্যে মার্জিততা, ভদ্রতা থাকে—যা আমাকে আকর্ষণ করে।” এমনকি রসিকতা করে বলেন, “সে দেশের হোক বা বিদেশের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েন হলেও সমস্যা নেই!”
সময়ের সঙ্গে প্রেমের সংজ্ঞা বদলালেও, নাজমি বিশ্বাস করেন ‘৯০ দশকের প্রেম’-এ। তার ভাষায়, “যেখানে প্রেম মানেই বিয়ের দিকে যাওয়া। টাইমপাস বা বিদায়-ভিত্তিক সম্পর্ক আমি মানি না।”
ভদ্রতা, সম্মান আর মনোযোগ—এই তিনটি গুণই তার কাছে সম্পর্কের ভিত্তি। “দরজা খুলে ধরা বা নাম ধরে ডাকার মতো ছোট জিনিসগুলোই আমার মনে জায়গা করে নেয়,” বলেন নাজমি।
নাজমি জান্নাতের এমন ব্যতিক্রমী ভাবনা ও আত্মবিশ্বাসী উচ্চারণ তরুণ প্রজন্মের মাঝে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিচ্ছে—যেখানে একজন নারী নিজের জীবন ও সম্পর্ক নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে।





































