শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ৩০ জুলাই ২০২৫

সুনামি সতর্কতা ইন্দোনেশিয়ায় ও ফিলিপাইনে

সুনামি সতর্কতা ইন্দোনেশিয়ায় ও  ফিলিপাইনে

বিবিসি জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। সবশেষ পাওয়া তথ্যনুযায়ী এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতার মধ্যে রয়েছে উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চলগু। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

৮ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়