মহাখালীতে মুখোশধারীর গুলি, ঢামেকে ভর্তি

রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় মুখোশ পরে এসে একজন মধ্যবয়সী ব্যক্তিকে সামনে থেকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মোহাম্মদ জামাল (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চিকিৎসকদের ভাষ্যমতে, জামালের অবস্থা আশঙ্কাজনক। তিনি মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের সংগঠনের সাবেক সেক্রেটারি। নিহতের ভাই সজল জানান, ঘটনার সময় জামাল বস্তির ভেতরে অফিস ক্লাবের সামনে একটি দোকানে বসে ডিম খাচ্ছিলেন। ঠিক তখনই দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মুখোশ পরে এসে তার সামনে দাঁড়িয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
গুলিবিদ্ধ জামালের ভাই সজল বলেন, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মীদের সংগঠনের সাবেক সেক্রেটারি ছিলেন। রাতে মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মীদের অফিস ক্লাবের সামনে দোকানে ডিম খাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত দুইজন মুখোশ পরে এসে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় জামাল নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। ঘটনার তদন্ত চলছে।”