শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৪১, ২ আগস্ট ২০২৫

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ঘটনার খবর পেয়েই দ্রুত আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, "সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।"

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়