শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৮, ২ আগস্ট ২০২৫

মধ্যরাতে দুই উপদেষ্টার স্ট্যাটাসে আবারো আলোচনায় ‘জুলাই ঘোষণাপত্র’

মধ্যরাতে দুই উপদেষ্টার স্ট্যাটাসে আবারো আলোচনায় ‘জুলাই ঘোষণাপত্র’
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত এনে আবারও আলোচনার কেন্দ্রে ‘জুলাই ঘোষণাপত্র’। শুক্রবার (১ আগস্ট) রাত গভীরে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস এই আলোচনাকে আরও তীব্র করে তোলে।

তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’’

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ফেসবুকে ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ এক বার্তা দেন— ‘‘জুলাই ঘোষণাপত্র আসছে…’’

এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী চলমান সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সরকারের অধীনে কাজ করা জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নামে একটি খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। এই খসড়া মতামতের জন্য পাঠানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নিকট।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করবেন।

সর্বশেষ

জনপ্রিয়