বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

প্রকাশিত: ১৩:১৫, ১০ জুলাই ২০২৫

সৌদিতে সম্পত্তি কেনায় বড় সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদিতে সম্পত্তি কেনায় বড় সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে নির্দিষ্ট এলাকায় বাড়ি বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন। সম্প্রতি দেশটির সরকার বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে একটি নতুন আইন পাস করেছে।

প্রথম পর্যায়ে রিয়াদ, জেদ্দা ও আরও কিছু নির্ধারিত অঞ্চলে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো সম্পত্তি কিনতে পারবে। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকবে। এসব এলাকায় বিনিয়োগ করতে হলে বিশেষ সরকারি অনুমোদন নিতে হবে।

নতুন আইনটি কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। তার আগে ‘ইস্তিতা’ নামে একটি পরামর্শমূলক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি সরকার আগামী ১৮০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নিয়মকানুন ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে। সেখানে জনমত গ্রহণের সুযোগও থাকবে।

এই আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো সৌদিতে আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগ করতে পারবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সৌদির অর্থনীতিকে বহুমাত্রিক করতে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, দুবাই, দোহা বা আবু ধাবির মতো শহরগুলোতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ থাকায় সেখানে বড় অঙ্কের বৈদেশিক বিনিয়োগ এসেছে। সৌদিও যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে রিয়াদ ও জেদ্দা মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র হয়ে উঠতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়