শনিবার , ০২ আগস্ট ২০২৫
Saturday , 02 August 2025
০৭ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:১৮, ১ আগস্ট ২০২৫

চুক্তি না থাকলেও সংগ্রহ করা হচ্ছে পাসপোর্ট ও নগদ অর্থ, হাইকমিশনের হুঁশিয়ারি

চুক্তি না থাকলেও সংগ্রহ করা হচ্ছে পাসপোর্ট ও নগদ অর্থ, হাইকমিশনের হুঁশিয়ারি

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে বলে জানা গেছে। এ সংক্রান্ত তথ্য মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিশেষ করে সাবাহ প্রদেশে কর্মী পাঠানো নিয়ে কোনো সমঝোতা স্মারক (MOU) বা দ্বিপাক্ষিক চুক্তি নেই। এমনকি সাবাহ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের কোনো সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।

হাইকমিশন আরও জানিয়েছে, এ বিষয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর কথা বলা সম্পূর্ণ প্রতারণা।

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর স্পষ্ট করে বলেছে, এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য এবং তাদের সাথে কোনো আর্থিক লেনদেন না করার জন্য মালয়েশিয়া গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে।

হাইকমিশন আরও জানিয়েছে, চুক্তি স্বাক্ষর এবং নিয়োগ অনুমোদনের ব্যাপারে কোনো আপডেট থাকলে তা হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়