রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৭ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ জুলাই ২০২৫

পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ই-পাসপোর্ট সেবা 

পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ই-পাসপোর্ট সেবা 
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আজ (মঙ্গলবার) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেনাং প্রদেশে প্রবাসীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও হাতে হাতে পাসপোর্ট বিতরণ সেবা চালু করা হয়েছে।

এই বিশেষ কনস্যুলার সেবা আগামী ১৯ ও ২০ জুলাই, প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হল, পেনাং-এ অনুষ্ঠিত হবে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবা গ্রহণের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক। প্রবাসীরা (http://appointment.bdhckl.gov.bd/other) নির্দিষ্ট লিংকে গিয়ে নির্ধারিত স্থান ও তারিখ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে সেবা প্রদান সম্ভব হবে না, সেজন্য আগেই নির্ধারিত লিংকে প্রবেশ করে নিয়মাবলী অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, পাসপোর্ট ডেলিভারির জন্য POS Malaysia (Post Office) এর মাধ্যমে চালু থাকা বিদ্যমান সেবাও বহাল থাকবে। তবে, দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে যে, একজন প্রার্থী যেন একইসঙ্গে দুই প্রকার সেবার (হাতে হাতে ও ডাকযোগে) অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করেন।

সর্বশেষ

জনপ্রিয়